ক) সীমানাঃ এই ইউনিয়নের উত্তরে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা, দক্ষিনে বড়াইগ্রাম উপজেলা, পূর্বে পাবনা জেলার চাটমোহর উপজেলা এবং পশ্চিমে গুরুদাসপুর পৌরসভা।
খ) স্থাপন কালঃ ১৯৬২ ইং।
গ) যোগাযোগ ব্যবস্থাঃ
সড়ক ও জলপথ।
১) পাকা রাস্তা-৩০ কিঃ মিঃ
২) এইচ বিবি রাস্তা ৫ কিঃ মিঃ
৩) কাচা রাস্তা ৫২ কিঃ মিঃ।
ঘ) ঐতিহাসিক স্থানঃ চলনবিল।
২। ইউনিয়ন পরিষদ পরিচিতিঃ
ক) আয়তনঃ ১৪.৫ বর্গ কিঃ মিঃ।
খ) লোক সংখ্যাঃ পুরুষ ১৪৮২৬ মহিলা ১৪৩০৭ মোট = ২৯১৩৩ জন।
গ) খানার সংখ্যা ৬৩৯১ টি।
ঘ) গ্রামের সংখ্যাঃ ১৭টি,
ঙ) মৌজার সংখ্যা ১২টি।
৩। অফিস পরিচিতিঃ
মৌজা-দড়িবামনগাড়া, খতিয়ান নং-১, দাগ নং-৮, পরিমান-০.৪৬ একর। ৫ কক্ষ বিশিষ্ট দোতালা পুরাতন দালান।
ঙ) বর্তমান পরিষদের বিবরণঃ
১) নির্বাচনের তারিখঃ ২৯/৬/১১ ইং
২) শপথ গ্রহনের তারিখঃ ১০/০৮/১১ইং।
৩) প্রথম অধিবেশনঃ ১১/০৮/১১ ইং।
চ) জনবলঃ
১। সচিব- ১জন,
২। দফাদার ১ জন
৩। মহল্লাদার ৮ জন
৪। ট্যাক্স আদায়কারী ২ জন।
৪। শিক্ষা প্রতিষ্ঠানঃ
কলেজ-১টি, স্কুল এন্ড কলেজ-১টি, মাধ্যমিক বিদ্যালয় ৩টি, নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় ১টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৮টি, মাদ্রাসা-৫টি।
৫। হাট বাজার ৩টি।
৬। ফেরী ঘাট ৩টি।
৭। পরিবার কল্যান কেন্দ্র ১টি।
৮। ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ১টি।
৯। কমিউনিটি ক্লিনিক ১টি।
১০। পশু চিকিৎসা কেন্দ্র ১টি।
১১। গো-প্রজনন কেন্দ্র ১টি।
১২। ইউনিয়ন ভূমি অফিস ১টি।
১৩। ডাকঘর-২টি।
১৪। ব্যাংক ১টি।
১৫। কাজি অফিস ১টি।
১৬। মসজিদ ৫৯টি।
১৭। ঈদ গাহ মাঠ ১৭টি
১৮। কবরস্থান ১৬টি।
১৯। মন্দির ৯টি।
২০। শ্মশান ১টি।
২১। আশ্রায়ন কেন্দ্র ১টি।
২২। পেষাজীবি সংগঠন ৪টি।
২৩। সাংস্কৃতিক প্রতিষ্ঠান ১টি।
২৪। এনজিও অফিস ৮টি।
২৫। বয়স্ক ভাতা ভোগী ৫৮৩ জন।
২৬। বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতা ভোগী ২৩২ জন।
২৭। মাতৃত্বকাল ভাতা ভোগ ২১ জন।
২৮। ভিজিডি উপকারভোগী ৩৫৮ জন।
২৯। প্রতিবন্ধী ভাতাভোগী ৬৫ জন।
৩০।১। কৃষি
ক) মোট জমির পরিমান ২৫৩৪ হেক্টর।
খ) অনাবাদী জমিঃ ৩৬৮ হেষ্টর।
গ) আবাসী জমিঃ ২১৬৬ হেক্টর।
১। এক ফসলী জমিঃ ১৭৬ হেক্টর।
২। দুই ফসলী জমিঃ ১৬৬০ হেক্টর।
৩। তিন ফসলী জমিঃ ৩৩০ হেষ্টর।
২। কৃষিঃ জমির ধরন।
ক) উচু জমি ২০ হেক্টর।
খ) মধ্যম উচু জমি ১২০০ হেক্টর
গ) মধ্যম নিচু জমি ১০০ হেক্টর
৩। সেচ যন্ত্র ব্যবস্থাঃ
ক) শ্যালো টিউবওয়েল বিদ্যুৎ চালিত ৯০টি।
খ) ডিজেল চালিত ৫৯৩ টি।
১। মশিন্দা চরপাড়া-১৯৯৮ জন
২। মশিন্দা কান্দিপাড়া-১৩০৩ জন
৩। মশিন্দা মাঝপাড়া-২০৪৫ জন
৪। হাসমারী- ১০৬৫ জন।
৫। বামনকোলা- ২৪৪৫ জন।
৬। সাহাপুর- ৩৬১৬ জন।
৭। শিকারপুর- ২২৮১ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস